ব্রাজিলের কিংবদন্তি গোলকিপার জুলিও সিজারকে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করালেন সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। দুইদিনের সফরে ২২ জানুয়ারি বাংলাদেশে আসেন জুলিও সিজার।
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সহায়তায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রায় এক ঘণ্টা সময় কাটান এবং এর প্রতিটি অংশ ঘুরে দেখেন জুলিও সিজার। জাদুঘর পরিদর্শনে জুলিও সিজারকে সহায়তা করেন সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এবং জাদুঘরের কিউরেটর এনআই খান। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত তার এই বাসভবন সম্পর্কে বিভিন্ন তথ্য জানানো হয় এবং জাদুঘরের বিভিন্ন অংশের ইতিহাস সম্পর্কে কথা বলা হয়।