অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে দেশের বিভিন্ন স্থানে জেলা পরিষদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের পাঠানো খবরে বিস্তারিত।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মিছবাহুর রহমান ৭৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ রহিম পেয়েছেন ২০২ ভোট।
মান্দা (নওগাঁ) সংবাদদাতা জানান, মান্দা উপজেলা পরিষদ উপনির্বাচনে ৬৫ হাজার ১১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোল্লা এমদাদুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মকলেছুর রহমান পেয়েছেনে ১৪ হাজার ৯১ ভোট।