সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ।
জিম্বাবুয়ে দলে উইলিয়ামস-টিশুমা, নেই চামু চিবাবা
টসের সময়ই আভাস মিলেছিল। টসে আসেননি চামু চিবাবা। চোটের জন্য ছিটকে যাওয়া নিয়মিত অধিনায়কের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন একাদশে ফেরা শন উইলিয়ামস। বাদ পড়েছেন ক্রিস এমপোফু, ফিরেছেন চার্লটন টিশুমা।
অসুস্থতার জন্য এই ম্যাচেও নেই ক্রেইগ আরভিন।
জিম্বাবুয়ে: শন উইলিয়ামস (অধিনায়ক), টিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, রিচমন্ড মুতুমবামি, টিনোটেন্ডা মাটুমবোদজি, ডনাল্ড টিরিপানো, কার্ল মুম্বা, চার্লটন টিশুমা।
সাইফ-মুস্তাফিজ নেই, ফিরলেন শফিউল-আল আমিন
আগের ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়া দলে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে নেই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। দলে ফিরেছেন শফিউল ইসলাম ও আল আমিন হোসেন।
গত বছর জুলাইয়ে শ্রীলঙ্কায় সবশেষ খেলেছিলেন শফিউল। আল আমিন ২০১৫ সালে সবশেষ খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষেই। বিশ্রাম দেওয়া হয়েছে সাইফ ও মুস্তাফিজকে।
বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, আল আমিন হোসেন।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টসের শুরুতেই চমক। চামু চিবাবার জায়গায় এলেন শন উইলিয়ামস। অবশ্য জিম্বাবুয়ের ভাগ্যে কোনো পরিবর্তন এলো না। টস জিতলে মাশরাফি বিন মুর্তজা। নিলেন ব্যাটিং।
সিরিজ জয়ের ক্ষুধা বাংলাদেশের
জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড সংগ্রহ গড়ে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় পাওয়া বাংলাদেশের সামনে সিরিজ নিশ্চিত করার হাতছানি। দ্বিতীয় ওয়ানডেতে জিতে সফরকারীদের বিপক্ষে টানা চতুর্থ ও সব মিলিয়ে একাদশ সিরিজ নিশ্চিত করতে চায় মাশরাফি বিন মুর্তজার দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা একটায়।
দুই দলের সবশেষ ১৪ ম্যাচ জিতেছে বাংলাদেশ। দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে সেই ২০১০ সালে। প্রতিপক্ষের মান নিয়ে প্রশ্ন উঠছে। সিরিজের পারফরম্যান্সের মূল্য নিয়ে প্রশ্ন উঠছে। জিতলে প্রশংসা নাও জুটতে পারে হারলে হবে তীব্র সমালোচনা। এসব নিয়ে না ভেবে ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি স্বাগতিকদের দিয়েছেন জেতার জন্য ক্ষুধার্ত থাকার তাগিদ।
হবে মুশফিকের ‘সেঞ্চুরি’?
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে একশ জয়ের মাইলফলক স্পর্শের হাতছানি মুশফিকুর রহিমের সামনে। দ্বিতীয় ওয়ানডে জিতেই গড়তে পারেন কীর্তি। এর আগে অবশ্য বড় প্রশ্ন, একাদশে থাকবেন তো মুশফিক?
এই প্রশ্নটা উঠছে কারণ, পাকিস্তান সফরে যেতে রাজি না হলে মুশফিককে দ্বিতীয় ওয়ানডের একাদশ থেকে বাদ দেওয়ার কথা বলেছেন বিসিবি প্রধান। অবশ্য কোচ রাসেল ডমিঙ্গো বোর্ড সভাপতির ভাবনার সঙ্গে একমত নন।