আউটফিল্ডের মতো উইকেটও সবুজের গালিচা। দুই দিন ঢেকে রাখা উইকেটে ভরপুর আর্দ্রতা। নিউ জিল্যান্ডের একাদশে পাঁচ পেসার। চ্যালেঞ্জ ছিল অনেক। তামিম ইকবাল ও সাদমান ইসলামের ব্যাটে সব চ্যালেঞ্জ সামলে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। কিন্তু লাঞ্চের আগে জোড়া উইকেটে নিউ জিল্যান্ড ফিরেছে দারুণভাবে। বাংলাদেশের ভরসা হয়ে টিকে আছেন তামিম।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ-৮৬/১
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ-৮৬/১, বৃষ্টির কারণে প্রথম দু’দিন বেসিন রিজার্ভে টসই হয়নি। সেই হতাশার চেয়ে টস বেশি ধাক্কা হয়ে এসেছে মাহমুদুল্লাহদের জন্য। কারণ দু’দিনের বৃষ্টিতে ভেজা উইকেটে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। সামলাতে হবে কিউই বোলারদের দুর্দান্ত পেস-বাউন্সের সঙ্গে সুইং।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভের উইকেট এমনিতেই সবুজ। তার ওপরে দু’দিনের বৃষ্টিতে তা আরও সবুজ হয়ে উঠেছে। উইকেটে আছে আদ্রতা। পিস রিপোর্ট অনুযায়ী, উইকেট বোলিং সহায়ক সত্যি। তবে কিছুটা স্লোও। বাংলাদেশ দল তাই মানিয়ে নিয়ে দেখে শুনে খেলতে পারলে ভালো করা অসম্ভব হবে না।
বাংলাদেশ দল এ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে নেমেছে। মুস্তাফিজুর রহমানের ফেরা অবধারিত ছিল। খালেদ আহমেদকে বসিয়ে রাখা হয়েছে। দলে ফিরেছেন মেহেদি মিরাজের জায়গায় বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। এছাড়া ইনজুরির শঙ্কায় থাকা তামিম আছেন দলে। তবে মুশফিক ইনজুরি কাটিয়ে ফিরতে পারেননি। সবুজ উইকেট পেয়ে পাঁচ পেসার নিয়ে নেমেছে কিউইরা। স্পিনার টোড অ্যাস্টলের বদলে দলে ম্যাট হেনরি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, লিটন দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: জেট রাভাল, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, রস টেইলর, হেনরি নিকোলাস, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্রান্ডহোম, টিম সাউদি, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।