টাইগার টিম স্পন্সর বেক্সিমকো

6d409e3108e498f1ea5c4fbb50b23901-571780ced562d

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশের টিম স্পন্সর হলো বেক্সিমকো। বিসিবি বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

২০২০ সালের জানুয়ারি পর্যন্ত ইউনিলিভার ছিল জাতীয় দলের স্পন্সর। এরপরও দীর্ঘ মেয়াদে টিম স্পন্সর পায়নি বিসিবি। গত বছর খেলা একমাত্র আন্তর্জাতিক সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে টাইগার টিম স্পন্সর হয়েছিল বেক্সিমকো কমিউনিকেশন্সের আকাশ।

এবার মূল প্রতিষ্ঠানের নামে স্পন্সর হলো দেশের শীর্ষস্থানীয় এ শিল্প গ্রুপ। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বেক্সিমকো দেশের অন্যতম বিশিষ্ট একটি ব্র্যান্ড এবং বৈশ্বিক খ্যাতিসম্পন্ন। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে থাকার লম্বা ঐতিহ্য রয়েছে তাদের। আমি আন্তরিকতার সঙ্গে বেক্মিমকোকে জাতীয় দলের স্পন্সর ঘোষণা করছি।’

এদিকে, বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের গ্রাউন্ডস স্বত্ব পেয়েছে এজেন্সি ‘মাত্র’। মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠানটি তৃতীয় পক্ষের কাছে স্পন্সর বিক্রি করবে। শনিবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেবে তারা।

Pin It