টিসিবির পণ্য বিক্রি শুরু কাল, বাড়ল ডালের দাম

image-516045-1643817672

করোনা পরিস্থিতিতে সাধারণ মাসুষকে স্বস্তি দিতে বৃহস্পতিবার থেকে ভর্তুকি মূল্যে চার পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবি। পণ্যগুলো হচ্ছে- চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ।

বাজারে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবি অষ্টম কিস্তিতে সারা দেশে ৪০০-৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি কার্যক্রম পরিচালনা করবে, যা শুক্রবার বাদে ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত চলবে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দফায় প্রতি কেজি মসুর ডালের দাম কেজিপ্রতি ৬৫ টাকা করা হয়েছে, যা আগে ৬০ টাকায় বিক্রি করা হতো। একজন ক্রেতা প্রতি কেজি চিনি ৫৫, মসুর ডাল ৬৫, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ এবং পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকায় কিনতে পারবেন। এছাড়া একজন ক্রেতা সর্বনিম্ন দুই থেকে সর্বোচ্চ পাঁচ কেজি পেঁয়াজ, দুই কেজি মসুর ডাল, দুই কেজি চিনি ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির বলেন, বাজার দরের সঙ্গে দাম সমন্বয়ের জন্য ডালের দাম ৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে। তবে সামনে যদি ডালের দাম কমে টিসিবি যেখান থেকে কিনে এনে বিক্রি করে, সেখানে কম দামে পেলে আবারও দাম কমিয়ে বিক্রি করবে।

Pin It