টি-টেন লিগে নাসিরের বাজিমাত

image-218044-1611855490

টি-টেন লিগে স্বপ্নের মত শুরু করলেন বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেন। দুই ওভার বল করে শিকার করেন তিন উইকেট।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) আবুধাবী টি-টেন লিগের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় নাসির হোসেনের নেতৃত্বাধীন পুনে ডেভিলস ও ডেকান গ্ল্যাডিয়েটর্স। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাসির।

প্রথম ওভারে মাত্র ১ রান খরচ করেন পুনের পাকিস্তানি তারকা পেসার মোহাম্মদ আমির। তবে কোনো উইকেট শিকার করতে পারেননি। ইনিংসের দ্বিতীয় ওভারে নাসির নিজের হাতেই বল তুলে নেন। প্রথম ডেলিভারি করেন ডট বল। পরের বলেই সাজঘরে ফেরান সুনীল নারাইনকে।

নাসিরের বলে বোল্ড হওয়া নারাইন ৩ বলে করেন মাত্র ১ রান। এরপর ক্রিজে আসেন ক্যামেরন ডেলপোর্ট। তবে ডেলপোর্টকে দর্শকের ভূমিকায় রেখেই নাসিরের শিকারে পরিণত হন আরেক ওপেনার মোহাম্মদ শাহজাদ। ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে ৯ রান খরচ করলেও ওভারের শেষ বলে নাসির শিকার করেন শাহজাদকে।

ইনিংসের ৭ম ওভারে আবারো বল করতে আসেন নাসির। প্রথম বলে ক্যামেরন ডেলপোর্টের কাছে ছক্কা হজম করলেও দ্বিতীয় বলে দেন এক রান, তৃতীয় বল হয় ডট। চতুর্থ বলে নাসির শিকার করেন প্রশান্ত গুপ্তকে। ১১ বলে ১৭ রান করে কেনার লুইসের হাতে ক্যাচ তুলে দেন প্রশান্ত। দুই ওভার বোলিংয়ের কোটা পূর্ণ করে নাসির ৩ উইকেট শিকার করেছেন ১৮ রানের বিনিময়ে।

নাসিরের নেতৃত্বাধীন পুনে ৪ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয়।

Pin It