টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ জকির বাহিনীর প্রধানসহ নিহত ৩

1614088247.gun-fight-BG

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে জকির বাহিনীর প্রধানসহ তিনজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, তিনজনই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ শালবাগান পাহাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। জকির টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের হাজী আব্দুল আমিনের ছেলে। বাকি দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বাংলানিউজকে জানান, র‌্যাবের একটি দল টেকনাফ শালবাগান পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জকিরসহ তার বাহিনীর লোকজন র‌্যাবের ওপর গুলি ছোড়ে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ বন্দুকযুদ্ধ হয়। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জকির বাহিনীর প্রধানসহ তিনজনের মরদেহ উদ্ধার করে। এ সময় জকির আস্তানা থেকে দুইটি পিস্তল, দুইটি বন্দুক এবং পাঁচটি ওয়ান শুটার, ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান মেজর মেহেদী হাসান।

Pin It