পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল কেমন হবে তা ম্যাচ শুরুর চারদিন আগেই জানিয়ে দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ রাসেল ডমিঙ্গো। তার পরিকল্পনা মোতাবেক পাকিস্তান টেস্টেই অভিষেক হতে পারে সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তর। সেই সঙ্গে ঘোষিত টেস্ট দল নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তী।
টি-টোয়েন্টির মতো টেস্ট দলের সঙ্গেও পাকিস্তান যাচ্ছেন না বাংলাদেশ দলের ডিপেন্ডেবল ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার শূন্যতা নিয়ে কোচকে তাই নানা পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে। কেননা দলের ব্যাটিং বিপর্যয়ে মুশফিকুর রহিমের জায়গায় অন্য কাউকে সেট করা খুবই দুরূহ ব্যাপার বলেই মনে করেন কোচ ডমিঙ্গো।
সোমবার মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ডমিঙ্গো। এ সময় তিনি বলেন, এই মুহূর্তে আমি শান্তকে ম্যাচে খেলাতে চাই। সে হয়তো তিনে খেলবে। আর মুমিনুলকে চারে ব্যাট করাবো। মিঠুন ও মাহমুদউল্লাহ পাঁচ ও ছয়ে। এরপর সাতে খেলবে লিটন দাস। এমই হবে প্রথম টেস্টের বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার।
অন্যদিকে, ভারতের বিপক্ষে টেস্ট দলে ডাক পেলেও অনুশীলনে আঘাত পেয়ে একাদশে জায়গা হয়নি এই তরুণ ক্রিকেটারের। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্টে তামিমের সঙ্গী হতে পারেন সাইফ হাসান।