ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিকের ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত

image-190091-1602427994

স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাক ও কাভার্ডভ‍্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে পরিষদের নেতৃবৃন্দ। আজ রবিবার ( ১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্ত:মন্ত্রণালয় সভায় ট্রাক ও কাভার্ডভ‍্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।

সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৯ দফা দাবিতে সারা দেশে ১২ ও ১৩ অক্টোবর পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। আজ সেই ধর্মঘট স্থগিত ঘোষণা করেছেন পরিষদের নেতারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্ত:মন্ত্রণালয় সভায় ট্রাক-কাভার্ডভ‍্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, ট্রাক-কাভার্ডভ‍্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান, সদস্য সচিব মো. তাজুল ইসলামসহ সমন্বয় পরিষদের নেতারা।

Pin It