ট্রাম্পের অভিশংসন শুনানি অব্যাহত রাখার পক্ষে মার্কিন সিনেটররা

image-221146-1612911585

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের শুনানি অব্যাহত রাখার পক্ষে ভোট দিয়েছেন মার্কিন সিনেটররা। ট্রাম্পের অভিশংসনের শুনানি অব্যাহত রাখা হবে কিনা এ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সিনেটররা ভোট দেন।

ভোটে ৫৬ জন মার্কিন সিনেটর ট্রাম্পের অভিশংসন শুনানি অব্যাহত রাখার পক্ষে ভোট দিয়েছে । আর ৪৪ জন মার্কিন সিনেটর এর বিপক্ষে ভোট দিয়েছেন। এর মানে দাঁড়াচ্ছে যে মার্কিন সিনেটে ট্রাম্পের অভিশংসনের শুনানি অব্যাহত থাকবে।

জানা গেছে, এই ভোটাভুটির পর শুরু হবে বিতর্কসভা। সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোট ট্রাম্পের বিরুদ্ধে গেলে তার ইমপিচমেন্টে আর কোনও বাধা থাকবে না ।

ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা এবং হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগে গত মাসে হাউস অব রিপ্রেসেন্টেটিভস ট্রাম্পকে অভিশংসন করে। তার পর সেই প্রস্তাব যায় সিনেটে।

Pin It