ঠান্ডা একটু কমবে রোববার

f-5dfc4a6cd1889

কনকনে ঠান্ডায় কাঁপছে দেশ। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গত দুইদিন ধরে দিনভর দেশের বেশিরভাগ এলাকায় ঘন কুয়াশার কারণে সূর্য উঁকি দিতে পারেনি। শুক্রবার দুপুড় পর্যন্তও এমনই অবস্থা।

হঠাৎ করে পৌষের শুরুতে নেমে এসেছে মাঘের এমন শীত। সারাদেশে বয়ে চলা এই শৈত্যপ্রবাহ এবং ঠান্ডা রোববার একটু কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে শুক্রবার সকালে অধিদপ্তর জানায়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার থেকে দিন ও রাতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, উত্তরমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বৃহস্পতিবার রাতে সমকালকে বলেন, আগামী দু’দিন শীতের প্রকোপ আরও বাড়তে পারে। শৈত্যপ্রবাহের বিস্তার আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়তে পারে। উত্তর পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে শনিবার পর্যন্ত। সারাদেশে রাতে তাপমাত্রা আরও একটু কমতে পারে। রোববার তা বাড়তে পারে।

প্রতি বছর রাজধানীতে সাধারণত শীতের আমেজ দেখা যায় অন্য এলাকার চেয়ে অনেকটা দেরিতে। ঢাকায় মঙ্গলবার পর্যন্ত শীতের তীব্রতা ছিল না। তবে বুধবার থেকে এখানে তাপমাত্রা কমতে থাকে। তাপমাত্রা কমার বিপরীতে শুরু হয় শীতল হাওয়া। সূর্য মুখ লুকায় কুয়াশার আড়ালে। সূর্যের দেখা মেলেনি শুক্রবার সকালেও; তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সকালের তাপমাত্রা ছিল সবচেয়ে কম ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, শীতবস্ত্রের বেচাকেনা অনেক বেড়েছে। বিশেষ করে ফুটপাতে শীতের জামা, মোজা, টুপিসহ নানা সামগ্রী কিনতে ভিড় করছিলেন নিম্ন আয়ের মানুষ। অভিজাত বিপণিবিতানেও শীতবস্ত্র বিক্রির ধুম পড়েছে।

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা কম থাকলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। থার্মোমিটারের পারদ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। আর পারদ ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।

এরই মধ্যে গত কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে রাজশাহী, ঈশ্বরদী, নওগাঁর বদলগাছী, রাজারহাট ও যশোরে।

Pin It