আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে ছাত্রলীগ যেন জয় পেতে পারে সে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে চারজন নেতাকে দায়িত্ব দিয়েছি। তারা ক্যাম্পাসের পরিস্থিতি অবজার্ভ করছে। তিনি বলেন, আমরা এই নির্বাচনকে সিরিয়াসলি নিয়েছি, গণতান্ত্রিকভাবে জয়লাভ করব বলে আশা করছি।
শুক্রবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ সব কথা বলেন।
প্রায় তিন দশক পর আগামী ১১ মার্চ ডাকসু ও হল সংসদের নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো। এদিকে, ক্যাম্পাসে সব সংগঠনের অবস্থান নিশ্চিত করতে নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ছাত্রদল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীয় রাজনীতিতেও পোলারাইজেশন হয়। এ ব্যাপারে যাদের সামর্থ্য আছে তারা পোলারাইজেশনটা করবে। এর থেকে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করবে।