ঢাকা মহানগর পুলিশে উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ২৮ জন কর্মকর্তা নতুন দায়িত্বে এসেছেন, যাদের অধিকাংশই পদোন্নতি পেয়ে প্রথম এই চেয়ারে বসছেন।
শনিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে পুরনো ৬ জন উপ-কমিশনারের দায়িত্বে পরিবর্তন এবং নতুন ২২ জনকে পদায়নের কথা জানানো হয়।
পুরনোদের মধ্যে ডিএমপির উপ-কমিশনার (প্রটেকশন) আ স ম মাহাতাব উদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপ-কমিশনার সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের উপ-কমিশনার জয়দেব চৌধুরীকে ট্রাফিক রমনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার মো. সাইফুল হককে ট্রাফিক উত্তরা বিভাগের উপ-কমিশনার করা হয়েছে। আর ট্রাফিক পূর্ব বিভাগের উপ-কমিশনার মো. সাহেদ আল মাসুদকে ট্রাফিক তেজগাঁও বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার মশিউর রহমানকে গোয়েন্দা গুলশান বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আর ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লাকে ট্রাফিক মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।
বাকি ২২টি উপ-কমিশনারের পদে আসা কর্মকর্তারা সবাই পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে প্রথম এই দায়িত্বে এসেছেন।
এদের মধ্যে এইচ এম আজিমুল হককে গোয়েন্দা রমনা বিভাগের উপ-কমিশনার, ইফতেখার আহমেদকে গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-কমিশনার করা হয়েছে।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে গোলাম মোস্তফা রাসেলকে, আর গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-কমিশনার করা হয়েছে মানস কুমার পোদ্দারকে।
তারেক বিন রশিদকে উপ-কমিশনার সিটি-এডমিন অ্যান্ড লজিস্টিকস করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের উপ-কমিশনার হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার থেকে উপ-কমিশনার হিসেবে পদোন্নতি পেয়ে গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের দায়িত্ব এসেছেন মো. আব্দুল আহাদ। মো. রবিউল ইসলামকে ট্রাফিক গুলশান বিভাগের উপ-কমিশনার করা হয়েছে।
মো. মাহফুজুল ইসলামকে ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপ-কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের দায়িত্ব পেয়েছেন মো. রাজীব আল মাসুদ।
ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-কমিশনার করা হয়েছে ওয়াহিদুল ইসলামকে। আব্দুল মান্নানকে করা হয়েছে স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার।
কাজী শফিকুল আলমকে গোয়েন্দা উত্তরা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপ-কমিশনার হয়েছেন মুহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদ।
মুহাম্মদ শরীফুল ইসলামকে আইসিটি বিভাগে এবং মো. সাইদুল ইসলামকে ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপি সদরদপ্তরের উপ-কমিশনার (ক্রাইম) হয়েছেন মাছুম আহম্মদ ভুঞা। মোহা. মেহেদী হাসানকে ট্রাফিক লালবাগ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
মোহাম্মদ মোর্শেদ আলমকে উপ-কমিশনার সচিবালয় নিরাপত্তা করা হয়েছে। আ ফ ম আল কিবরিয়াকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের উপ-কমিশনার করা হয়েছে।
মিশুক চাকমাকে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস আর মো. আসাদুজ্জামানকে গোয়েন্দা মতিঝিল বিভাগের উপ-কমিশনার করা হয়েছে।
এতদিন ঢাকা মহানগর পুলিশে আটটি ক্রাইম বিভাগ, চারটি ট্রাফিক বিভাগ ও চারটি গোয়েন্দা বিভাগ ছিল এবং ডিএমপিতে উপ-কমিশনারের পদ ছিল ৪২টি।
গত ১৫ মার্চ ডিএমপিতে নতুন ১৫টি উপ-কমিশনার পদ তৈরি করা হয়। এখন উপ-কমিশনার পদ আছে ৫৭টি।
ক্রাইম বিভাগের সঙ্গে সমম্বয় করে ট্রাফিক ও গোয়েন্দা বিভাগগুলো পুনর্গঠন করে চারটির জায়গায় আটটি করা হয়েছে। প্রতিটি বিভাগে একজন উপ-কমিশনারকে দায়িত্ব্ দেওয়া হয়েছে।