নরসিংদীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারের পর তিন সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সাংবাদিকরা হলেন- স্থানীয় ‘দৈনিক গ্রামীণ দর্পণ’ এর বার্তা সম্পাদক রমজান আলী প্রামাণিক, স্টাফ রিপোর্টার শান্ত বণিক এবং অনলাইন নিউজ পোর্টাল ‘নরসিংদী প্রতিদিন’ এর প্রকাশক মাধবদী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাওন খন্দকার শাহীন।
শুক্রবার সকালে তিনজনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তারের পর পলাশ থানায় নেওয়া হয়। পরে বিশেষ আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
পলাশ থানার ওসি শেখ নাসির উদ্দিন বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইনে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে।”
গত মঙ্গলবার নরসিংদীর ঘোড়াশালে ‘পুলিশের পিটুনিতে’ মন্নান নামে এক অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ করে তার পরিবার। ওই ঘটনার প্রতিবাদে সেদিন বিকালে ঘোড়াশাল ব্রিজের কাছে স্থানীয়রা নরসিংদী-ঘোড়াশাল সড়ক অবরোধ করে।
“মন্নান হার্টের রোগী ছিল। পুলিশ জিজ্ঞাসাবাদ করার সময় একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যায়,” সেদিন কাছে এমনটাই বলেছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেদ আহমেদ।
ওই ঘটনার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে ‘মিথ্যা ও বানোয়াট’ সংবাদ প্রকাশের অভিযোগে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল আলম বাদী হয়ে পলাশ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।