সমমনা ৯টি দল নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক জোট ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট (ডিএনএফ)।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোট আত্মপ্রকাশ করে। জোটের দলগুলো হলো– বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন-বিজিএ, জাতীয় স্বাধীনতা পার্টি, ইসলামিক লিবারেল পার্টি, জাতীয় গণতান্ত্রিক লীগ, ন্যাপ ভাসানী, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি, জাতীয় উন্নয়ন পার্টি ও বাংলাদেশ আইডিয়েল পার্টি।
নবগঠিত এ জোটের সভাপতি বিপিপির চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী ও মহাসচিব জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিস। জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন বিজিএ চেয়ারম্যান এআরএম জাফরুল্লাহ চৌধুরী।
এ ছাড়া শরিক দলের সভাপতি/চেয়ারম্যান জোটের স্টিয়ারিং কমিটির সদস্য হবেন এবং এ কমিটি হবে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম।
সংবাদ সম্মেলনে জোটের শরিক দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।