কোরবানির ঈদের আগে ঢাকার গাবতলী হাটে আসার পথে গরুর বেপারীদের একটি ট্রলার ডুবে গেছে।
আমিনবাজারের ভাঙা ব্রিজের নিচে তুরাগ নদীতে বৃহস্পতিবার বিকালে ট্রলারটি ডুবে যায় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
১০টি গরু বোঝাই ওই ট্রলারের লোকজন ও একটি গরু সাঁতরে কূলে উঠতে পারলেও ৯টি নিখোঁজ রয়েছে।
গরু সাঁতার জানলেও সাধারণত ট্রলারে বেপারীরা এগুলোকে বেঁধে রাখেন।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আকতার বলেন, “দুপুর সোয়া ২টার দিকে গাবতলীর পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে ১০টি গরু বোঝাই ট্রলারটি ডুবে যায়।
“একটি গরু এবং ট্রলারে থাকা লোকজন সাঁতরে উঠতে পারলেও ৯টি গরু তলিয়ে যায়। গরুগুলোর কোনো সন্ধান (বিকাল নাগাদ) মেলেনি।”
গরুগুলো কার ছিল, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।
ঢাকার বৃহত্তম পশুর হাট গাবতলীতে। কোরবানির ঈদের আগে মানিকগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে বেপারীরা গরু নিয়ে আসেন এই হাটে।
আগামী শনিবার বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপন হবে।