ঢাকায় নাগরিক তথ্য সংগ্রহের সময় বাড়ল

ff-5d0d16048c062

রাজধানীবাসীকে বিভিন্ন অপরাধ থেকে রক্ষা করার লক্ষ্যে শুরু করা নাগরিকদের তথ্য সংগ্রহ ও হালনাগাদ কার্যক্রমের সময় আরও দুইদিন বাড়ানো হয়েছে।

গত শনিবার ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০১৯’ নামে শুরু করা কার্যক্রম শুক্রবার শেষ হওয়ার কথা ছিল। বর্ধিত সময় অনুযায়ী রোববার পর্যন্ত রাজধানীর ৫০ থানার পুলিশ নাগরিকদের তথ্য সংগ্রহ করবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানান, নতুন করে শুরু হওয়া এই কার্যক্রমে নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন। তবে তথ্য ফরম পূরণ কার্যক্রমের বাইরে অনেক নাগরিক থেকে গেছেন। এইজন্যই ডিএমপি কমিশনারের নির্দেশে দুইদিন সময় বাড়ানো হয়েছে।

ডিএমপি জানায়, ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে নাগরিকদের তথ্য সংগ্রহ শুরু করা হয়। এরইমধ্যে ২২ লাখ পরিবারের ৬৩ লাখ নাগরিকের তথ্য ডিএমপির সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমসে (সিআইএমএস) সংরক্ষণ করা হয়েছে। নানা কারণে এই কার্যক্রমে পুলিশ ও নাগরিকদের মধ্যে ঢিলেমি শুরু হয়েছিল।

সার্বিক বিষয় বিবেচনায় গত ১৫ জুন নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এরপর থেকে রাজধানীর ৫০টি থানার ৩০২টি বিটে পুলিশ কর্মকর্তারা তথ্য সংগ্রহ কার্যক্রম চালাচ্ছেন।

Pin It