ঢাকায় পৌঁছেছে ভারতীয় উপহারের ১২ লাখ ডোজ টিকা

image-232375-1616787086

ভারত সরকারের উপহার হিসেবে সেরাম ইনস্টিটিউটে উত্পাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

গতকাল শুক্রবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ।

তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা টিকা গ্রহণ করেছেন। এসব টিকা তেজগাঁয়ের ইপিআই ক্লোল্ড স্টোরেজে রাখা হয়েছে।

এ নিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ১ কোটি ২ লাখ ডোজ টিকা পেল বাংলাদেশ।

Pin It