ঢাবির সান্ধ্যকোর্সে ভর্তি কার্যক্রম স্থগিত

image-133013-1582564979

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু থাকা সান্ধ্য কোর্সসহ অনিয়মিত সব কোর্সের নতুন শিক্ষার্থী ভর্তির সব ধরনের কার্যক্রম আগামী পাঁচ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে সান্ধ্য কোর্স পরিচালনার একটি যৌক্তিক ও যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। আগামী ৫ সপ্তাহের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে নির্দেশ প্রদান করা হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় অংশ না নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে উপাচার্য মো. আখতারুজ্জামান সান্ধ্য কোর্সের বিষয়ে এসব সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সান্ধ্য কোর্স পরিচালনার সময়োপযোগী নীতিমালা করতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। কমিটিতে আরও আছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন, ১৩টি অনুষদের ডিন ও দুটি ইনস্টিটিউটের (আইবিএ এবং শিক্ষা ও গবেষণা) পরিচালক। কমিটি পাঁচ সপ্তাহের মধ্যে নীতিমালা তৈরি করবে।

Pin It