তথ্য চুরির দায়ে ফেসবুককে রেকর্ড পাঁচশ কোটি ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। এছাড়া ফেসবকুকে একটি স্বাধীন কমিশন গঠন করতে বলা হয়েছে যেখান প্রতিষ্ঠানটির প্রধান মার্ক জুকারবার্গের হস্তক্ষেপ থাকবে না।
যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরমর্শদাতা প্রতিষ্ঠান ‘ক্যামব্রিজ অ্যানালিটিকা’ ফেসবুকের প্রায় আট কোটি ৭০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করেছে বলে যে অভিযোগ রয়েছে এফটিসি সেটির তদন্ত শেষে এ রায় দিয়েছে। খবর বিবিসির
এফটিসি চেয়ারম্যান জো সিমন্স বলেন, ফেসবুক প্রতিশ্রুতি দিয়েছিল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কীভাবে শেয়ার করা হবে সে বিষয়টা তাদের নিয়ন্ত্রণেই থাকবে। কিন্তু তারা এই অঙ্গীকার রাখতে ব্যর্থ হয়েছে।
ফেসবুক ব্যবহারকারীদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ক্যামব্রিজ অ্যানালিটিকার ২০১৬ সালের মার্কিন নির্বাচনে এবং ব্রিটেনের ব্রেক্সিট গণভোটে কাজে লাগিয়েছিল বল অভিযোগ রয়েছে।