তিন ঘণ্টা আলোচনার পর বৈঠক শেষ বাইডেন-পুতিনের

image-252252-1623859078

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল প্রতিক্ষীত বৈঠক শেষ হয়েছে। প্রায় তিন ঘণ্টা ধরে চলেছে এই বৈঠক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়েন।

হোয়াইট হাউজ সূত্র জানিয়েছিলো, দুই নেতার এই বৈঠক ৪ থেকে ৫ ঘণ্টা দীর্ঘ হতে পারে। কিন্তু তাদের সেই ধারণা থেকে কম সময়ের মধ্যেই বৈঠকটি শেষ হয়েছে।

দ্য গার্ডিয়ান জানায়, দুই নেতার বৈঠক দুই দফায় আয়োজিত হয়েছে। প্রথমটি হয়েছে দেড় ঘণ্টায়, দ্বিতিয়টি হয়েছে ঘণ্টাখানেক। মাঝখানে ৪৫ মিনিটের বিরতি ছিলো। বৈঠক শেষে শিগগীর দুই নেতা সংবাদ সম্মেলনের আয়োজন করবে। কেনো বৈঠকটি দ্রুত শেষ হলো সে বিষয়ে সাংবাদিকরা অবশ্যই প্রশ্ন করবে।

বৈঠক শেষে জো বাইডেন ইত্তেফাক অনলাইন ডেস্ক ভিলা লা ফ্রেঞ্জ ছেড়ে গেছেন বলে জানা গেছে।

Pin It