ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের পরিকল্পনা আবারও প্রত্যাখ্যান করেছেন দেশটির এমপিরা।
শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে ৫৮ ভোটের ব্যবধানে তেরেসা মে হেরে যান বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, পার্লামেন্টে তেরেসা মের পরিকল্পনার পক্ষে পরে ২৮৬ ভোট, আর বিপক্ষে পড়ে ৩৪৪ ভোট।
হাউজ অব কমন্সে এমপিদের ভোটাভুটিতে তেরেসা মের ব্রেক্সিট পরিকল্পনা আবারও প্রত্যাখ্যাত হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা বাড়ল।
এর ফলে ২২ মে ব্রেক্সিট সম্পন্ন করার যে সময়সীমা ইইউ দিয়েছিল সেটাও হাতছাড়া হলো যুক্তরাজ্যের।
ভোটে হেরে যাওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে বলেন, যুক্তরাজ্যকে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটি বিকল্প খুঁজে বের করতে হবে।