ত্যাগের মহিমায় কল্যাণের পথ রচনার আহ্বান কাদেরের

obaidul-quader-140720

দল মত নির্বিশেষে অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কাদের।

কোরবানির তাৎপর্য অনুধাবন করে ত্যাগের মানসিকতা নিয়ে সমাজের শান্তি ও কল্যাণের পথ রচনা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঈদুল আজহা উপলক্ষে সোমবার দেওয়া এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি।

কাদের বলেন, “এই ঈদে আমি দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশিদের সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা-ঈদ মোবারক।”

সেতুমন্ত্রী বলেন, “বছর ঘুরে আবার এসেছে ঈদুল আজহা। ত্যাগের মহিমায় সমুজ্জ্বল। মহান আল্লাহ পাকের প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের নিদর্শনে ভাস্বর পবিত্র ঈদুল আজহা। সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে হবে। আর এই জন্য সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার কোনো বিকল্প নেই।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “অর্জনের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারসাম্যপূর্ণ, শোষণহীন, ন্যায়নিষ্ঠ এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন, তা সফল করতে প্রয়োজন নিষ্ঠা, সততা এবং ত্যাগ। ”

দল মত নির্বিশেষে অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কাদের।

Pin It