থেমে গেল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ

image-168457-1595257116

করোনা ভাইরাসের মহামারিতে স্থগিত করা হয়েছে এবারের দীর্ঘ প্রতীক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোভিড-১৯ মহামারির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি বছরের আসরটি আয়োজন করতে চায় না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এবছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা ছিল অস্ট্রেলিয়ায়। কিন্তু দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ আবারো নতুন দেখা দেওয়ায় ঝুঁকি নিতে চায় নি আইসিসি। ফলে চলতি বছরের আসর স্থগিত করেছে সংস্থাটি।

তবে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বাতিল করার পেছনে শুধু অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি দায়ী নয়। এর সঙ্গে মূলত বিবেচনা করা হয়ে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণকারী দলগুলোকে। দীর্ঘ চার বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কোন আসর বসেনি। তাই এবারের আসর ছিল বহুল প্রত্যাশিত।

এর আগে আগামী বছরের জুন মাস পর্যন্ত স্থগিত করা হয়েছে এবারের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। গত মার্চে সারা বিশ্বে করোনার প্রকোপ দেখা দিলে একে একে দ্বিপাক্ষিক সিরিজগুলোর স্থগিতাদেশ আসতে থাকে।

Pin It