দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. বায়েজিদ নামে (৩২) এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে (২৯ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেস্ট্রম শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে গুলি করে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা।
বায়েজিদ মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া মধ্যপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে বায়েজিদ।
এদিকে স্বামী হারিয়ে ৩ বছর বয়সী ছেলেকে নিয়ে শোকে ভেঙে পড়েছেন বায়েজিদের স্ত্রী নিশা আক্তার।
স্বামী হত্যার বিচার দাবি করে তিনি জানান, ৫ মাসের ছুটি শেষে গত ২০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় যান বায়েজিদ। এক বছরের মধ্যে নিজের ব্যবসা-প্রতিষ্ঠান বিক্রি করে দিয়ে একেবারে দেশে ফিরে আসার কথা ছিল তার।
বায়েজিদের চাচাতো ভাই ছামিউল আলিম জানান, ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন বায়েজিদ। ২০১৭ সালে তিনি একবার স্থানীয় সন্ত্রাসীদের হাতে অপহৃত হন। পরে তার পরিবার ২০ লাখ টাকা মুক্তিপণ পাঠালে সে যাত্রায় বেঁচে যান বায়েজিদ। কিন্তু গত ২৯ জানুয়ারি রাতে সাউথ আফ্রিকার পচেস্টমে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঠিক আগ মুহূর্তে সন্ত্রাসীদের গুলিতে মৃত্যু হয় তার।