দলীয়করণ করায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে: ফখরুল

fakhrul-5d16426b1e620

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত এক দশক ধরে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বিচার বিভাগকেও দলীয়করণ করা হয়েছে। তাই আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, হত্যা ও ধর্ষণ বাড়ছে।

শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত দলীয় সংসদ সদস্য জিএম সিরাজকে নিয়ে ফুল দিয়ে তিনি এ কথা বলেন।

২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদের ‘জাতীয় মুক্তি মঞ্চ’ গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘একটি রাজনৈতিক দলের যে কোনো রাজনৈতিক কর্মসূচি ও উদ্যোগ গ্রহণের স্বাধীনতা আছে। গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির জন্য যে কোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’

তিনি বলেন, দেশে বরগুনার মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এ ঘটনা প্রমাণ করে, এই সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সর্বক্ষেত্রে, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে।

দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, মাহবুবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ওবায়দুর রহমান চন্দন, বগুড়া-৪ আসনের সাংসদ মোশাররফ হোসেনসহ বগুড়া জেলার নেতারাও এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নির্বাচিত সংসদ সদস্য জিএম সিরাজ বলেন, এই সরকার ভোটের সংস্কৃতি নষ্ট করে দিয়েছে, মানুষ ভোট দিতে পারছে না।

তবে নির্বাচন কমিশনে ভোটের ফলের গেজেট হলে সংসদ সদস্য হিসেবে তিনি শপথ নেবেন বলেও জানান।

Pin It