নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) দল বা প্রার্থী বুঝে নয়, অপরাধের ধরন বুঝেই ব্যবস্থা গ্রহণ করছে। ইসির দৃষ্টিতে সকল প্রার্থীই সমান।
তিনি বলেন, ‘স্বতন্ত্র, হেভিওয়েট বা লাইটওয়েট-আমরা এসব কিছু বুঝিনা। আমরা বুঝি প্রার্থী প্রার্থীই। সব প্রার্থীই আমাদের কাছে সমান। আমরা সেভাবেই নির্দেশনা দিয়েছি। যে প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, কমিশন তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। প্রার্থীরা যাতে আচরণ বিধি মেনে চলে তা দেখার জন্য মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমান আদালতসহ নির্বাচন অনুসন্ধান কমিটিসহ আইনশৃংখলা বাহিনী কাজ করছে।’
নির্বাচন কমিশনার আজ শুক্রবার লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রস্তুতি খুবই ভালো। প্রধান নির্বাচন কমিশনারসহ প্রত্যেক কমিশনার জেলায় জেলায় গিয়ে সবার সাথে কথা বলছেন। একটা ভালো ভোট করতে হলে সবার সমন্বয় দরকার। আমরা সেই সমন্বয়টা করেছি।
সেটা যাতে আরও দৃঢ় হয় আমরা সেই ব্যবস্থায় যাচ্ছি। আইনশৃংখলা বাহিনী প্রতিটি স্তরেই তৎপর। কোনো রকম অস্থিতিশীল অবস্থা বা ভোটের পরিবেশ নষ্ট হওয়ার কোনো ধরণের সুযোগ নেই। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কমিশন সচেষ্ট রয়েছে। ভোটাররা এসে যাতে নির্বিঘেœ ভোট দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করছি।’
মতবিনিময় সভায় রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, উপ মহাপুলিশ পরিদর্শক আব্দুল বাতেন ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্ উপস্থিত ছিলেন।