দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: এরশাদ

ersad-5c9f899b208cb

সাম্প্রতিক সময়ে কয়েকটি অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় সরকারের কর্তাব্যক্তিদের অবহেলার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

শনিবার সকালে রাজধানীর গুলশানে ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে আগুন লেগে দেড় শতাধিক দোকান পুড়ে যায়। জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

গুলশানের অগ্নিকাণ্ডের ঘটনায় এরশাদ বলেন, ২০১৭ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডে গুলশান-১ ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীরা সর্বস্ব হারান। কোনো সহায়তা ছাড়াই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবার ঋণ করে ব্যবসা শুরু করেন। কিন্তু শনিবার ভোররাতের আগুনে ওই ব্যবসায়ীরা আবারও মারাত্মক ক্ষতির শিকার হলেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে তিনি সরকারের প্রতি আবেদন জানান।

বিবৃতিতে এরশাদ রাজধানীর আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্নিষ্টদের প্রতি আহ্বানও জানান তিনি। গুলশান ও বনানীর ঘটনায় সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিক তদন্ত দল গঠন করা হয়েছে। এরশাদ বলেন, তদন্তে দায়ী অথবা কর্তব্যে অবহেলার প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

Pin It