একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মসূচি নেওয়া হলেও দেশের দুই-তৃতীয়াংশ বিদ্যালয়ে শহীদ মিনার নেই।
এসব বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনে সরকার কোনো প্রকল্প না নিলেও ধীরে ধীরে সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।
তবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলছেন, সব কিছুই সরকারিভাবে করে দিতে হবে এই ধারণা ভুল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটু আন্তরিক হলেই নিজ উদ্যোগে শহীদ মিনার নির্মাণ করতে পারে।
মাধ্যমিক স্তরের ৩৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সাড়ে ২২ হাজার প্রতিষ্ঠানেই শহীদ মিনার নেই। আর ৬৩ হাজার ৬০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪০ হাজারটিতে নেই শহীদ মিনার।
দেশে ঠিক কতটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, তার সুনির্দিষ্ট তথ্য কোনো মন্ত্রণালয়ের কাছেই নেই। তবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দেশের দুই-তৃতীয়াংশ বিদ্যালয়ে এখনও শহীদ মিনার নেই।
গত বছরের ৩ জুলাই অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রকল্প নিতে নির্দেশনা দেয়। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের প্রকল্প গ্রহণ করতে ওই নির্দেশনা দেয় সংসদীয় কমিটি।
শিক্ষামন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার বলেন, “আমরা জরিপ করে দেখেছি, মাধ্যমিক স্তরের ৩৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সাড়ে ২২ হাজার প্রতিষ্ঠানেই শহীদ মিনার নেই।
“শিক্ষা প্রতিষ্ঠানে এখন কোনো স্থাপনা করা হলে তার নকশার সঙ্গেই শহীদ মিনারের নকশা রাখা হচ্ছে। তবে সব শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে শহীদ মিনার করে দিতে হবে, এই ধারণাটা ভুল। প্রতিষ্ঠানগুলো চাইলেই নিজেরা উদ্যোগ নিয়ে শহীদ মিনার তৈরি করে নিতে পারে। সেক্ষেত্রে কোনো সহায়তা লাগলে আমরা তা করব।”
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারি প্রাথমিক বিদ্যালয়) মো. আতাউর রহমান জানান, ৬৩ হাজার ৬০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০ হাজার বিদ্যালয়ে শহীদ মিনার আছে।
তিনি বলেন, “যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নেই সেসব বিদ্যালয়ে শহীদ মিনার করে দেওয়ার বিষয়ে আমাদের চিন্তাভাবনা আছে। তবে সব বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনে কোনো প্রকল্প নেই।”
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানে যাতে শহীদ মিনার থাকে সে বিষয়ে ‘শিগগিরই’ উদ্যোগ নেবেন তারা।
“তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শহীদ মিনারের মৌলিক নকশা ঠিক রেখে নিজ উদ্যোগে শহীদ মিনার স্থাপন করতে পারে।”
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদ উল্লাহ বলেন, যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নেই ওই সব বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমন্বিতভাবে পাশের কোনো প্রতিষ্ঠানে যেখানে শহীদ মিনার রয়েছে সেখানে গিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়।
এছাড়া একুশে ফেব্রুয়ারি সামনে রেখে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অস্থায়ীভাবে শহীদ মিনার তৈরি করে সেখানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায় বলে জানান তিনি।
তবে অনেক বিদ্যালয়ে জায়গা না থাকায় শহীদ মিনার স্থাপন করা সম্ভব হচ্ছে না বলে মাঠ প্রশাসনের শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
তারা বলছেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান জায়গার অভাবে শহীদ মিনার স্থাপন করতে পারছে না সেখানে সরকারি সহায়তা না পেলে শহীদ মিনার স্থাপন করা সম্ভব নয়।