দুদক কেন ডিআইজি মিজানকে গ্রেপ্তার করছে না: আপিল বিভাগ

728eda6ce92cc9941f3463be4d23defa-5aea95f9ef2d1

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কর্মকর্তাকে ঘুষ দেওয়ার কথা জানানোর পরও পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা জানতে চেয়েছেন সুপ্রিম কোর্ট।

আজ রোববার একটি মামলার আপিল শুনানি চলাকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ দুদকের আইনজীবীর উদ্দেশে এ কথা বলেন। বেঞ্চ দুদকের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন।

এ সময় আদালতে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।

পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত করছে দুদক। দুদকের তদন্তকারী কর্মকর্তা এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেওয়ার কথা নিজেই বলেন মিজানুর।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান পরে সাংবাদিকদের বলেন, আদালত বলেছেন, ডিআইজি মিজান কি দুদকের চাইতে বড়? তাঁকে তো আপনারা গ্রেপ্তার করতে পারছেন না। এই মামলায় তাঁকে কেন অ্যারেস্ট করছেন না? তিনি বলেন, ‘আমি বলেছি, আমার যে লোক (এনামুল বাছির) আমি তাঁকে সাসপেন্ড করেছি।’

খুরশীদ আলম বলেন, ডিআইজি মিজানের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কাজ শুরু করেছেন।

Pin It