দুর্নীতির মূলোৎপাটনই দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে

TajulIslam-5d39a5b931f2d-5d96232cb9f35

দেশে দারিদ্র্যের হার উল্লেখযোগ্য হারে কমছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, দুর্নীতি সমূলে উৎপাটন করতে পারলে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।

বৃহস্পতিবার রাজধানীর বেড়িবাঁধের বড়বাজারে বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের নামে কনভেনশন সেন্টার উদ্বোধন ও ১০১৯ সালে ঢাকা জেলার এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠানে মো.তাজুল ইসলাম এসব কথা বলেন। ঢাকা জেলা পরিষদের উদ্যোগে ১৮ কোটি টাকা ব্যয়ে কনভেনশন সেন্টারটি নির্মাণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আসলামুল হক আসলাম এমপি, নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম প্রমুখ। একই দিন রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে উপজেলা পরিষদের পরিকল্পনা ও সেবা প্রদান সম্পর্কিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন তাজুল ইসলাম।

জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) সহায়তাপুষ্ট ‘উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে দেশের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের চার দিন ধরে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে।

Pin It