কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের জোট শরিক দল জাসদ।
বৃহস্পতিবার দলটির এক বিবৃতিতে বলা হয়, “স্বাস্থ্য অধিদপ্তর নিজেদের দূর্নীতি ও লুটপাটের দায় আড়াল করতে এবং তাদের অপরাধের নিশানা ও চিহ্ন মুছে ফেলতে চিকিৎসকদের হুমকি-ধমকি দিচ্ছে, চাপের মধ্যে রাখছে।”
সরবারহকৃত এন-৯৫ মাস্কের মান নিয়ে প্রশ্ন তোলা মুগদা জেনারেল হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিক্রিয়ায় এই বিবৃতি দেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।
তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সরবারহকৃত নকল ও মানহীন মাস্ক, পিপিই, গ্লাভসসহ অন্যান্য সুরক্ষা সামগ্রীর কারণেই চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের হার মারাত্মক পর্যায়ে উপনীত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মুগদা জেনারেল হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা প্রত্যাহার করে তিনিসহ সমগ্র চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের কাছে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষমা চাইতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের কেনাকাটায় জড়িত ‘দূর্নীতিবাজ-লুটেরা’ কর্মকর্তাদের অবিলম্বে অপসারণ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে জাসদ।