ঠোঁটের মৃত কোষ দূর করতে নিয়মিত স্ক্রাব করা প্রয়োজন।
তবে ঠোঁটের ত্বক দেহের অন্যান্য অংশের তুলনায় বেশি নরম হওয়ায় এতে সাধারণ স্ক্রাবার ব্যবহার করা ঠিক নয়।
স্ক্রাব করতে রাসায়নিক উপাদান ব্যবহার না করে বরং প্রাকৃতিক উপাদান ব্যবহার করা উপকারী বলে জানান ‘শিবানী’জ অ্যারোমা’র কর্ণধার শিবানী দে।
ঠোঁট নরম ও কোমল রাখতে নিয়মিত স্ক্রাব করা এবং প্রাকৃতিক লিপ বাম ব্যবহারের পরামর্শ দেন তিনি।
এই প্রতিবেদনে রূপবিশেষজ্ঞ শিবানী দে’য়ের পরামর্শ অনুযায়ী ঘরোয়া লিপ স্ক্রাব ও বাম তৈরির উপায় জানানো হল।
স্ক্রাব তৈরির উপকরণ
কফির গুঁড়া, নারিকেল তেল (এক চা চামচ)।
পদ্ধতি: উপাদান দুটি ভালো মতো মিশিয়ে তা দিয়ে ঠোঁট স্ক্রাব করে নিতে হব। এতে করে ঠোঁটের মৃত কোষ দূর হয় এবং ত্বক মসৃণ হয়।
শীতকালে সপ্তাহে কমপক্ষে তিনবার ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যাবে।
ঠোঁট গোলাপি করতে ঘরোয়া লিপ বাম
উপকরণ: বিট রুটের রস তিন চা-চামচ। অ্যালো ভেরার জেল এক চা-চামচ। পেট্রোলিয়াম জেলি এক চা-চামচ। গ্লিসারিন এক চা-চামচ। নারিকেল তেল এক চা-চামচ। ভিটামিন ই ক্যাপ্সুল ৪টি।
একটা বিট রুটের চার ভাগের একভাগ ভালো মতো কুচি করে রস বের করে নিতে হবে।
তিন চামচ বিট রুট রসের সঙ্গে অ্যালোভেরা জেল, পেট্রোলিয়াল জেলি, গ্লিসারিন, নারিকেল তেল এবং ভিটামিন ই ক্যাপসুল নিয়ে ভালো মতো মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে।
ঘন মিশ্রণ তৈরি হয়ে গেলে তা কোনো কাচ বা স্টিলের পাত্রে সংরক্ষণ করা যেতে পারে। এতে এর গুণগত মান ভালো থাকবে।
লিপ বামটি রেফ্রিজারেইটর বা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। প্রতিদিন দুবার এই বাম ব্যবহারে ঠোঁটের স্বাভাবিক রং ফিরে আসবে।
এই উপাদানগুলো ত্বকের আর্দ্রতা রক্ষা করে এবং নিয়মিত ব্যবহারে ঠোঁটের প্রকৃত রং গোলাপিভাব ফুটে উঠে বলে জানান এই রূপ বিশেষজ্ঞ।