দেশের সব বিশ্ববিদ্যালয় খুলবে ২৪ মে : শিক্ষামন্ত্রী

dipu-moni-1

আগামী ঈদুল ফিতরের পর ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।

তিনি আজ করোনাকালীন উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন,এছাড়া দেশের সব স্কুল ও কলেজ খোলার বিষয়ে চলতি মাসের ২৮ তারিখে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় খোলার প্রসঙ্গে তিনি বলেন, তবে শিক্ষার্থীদের সুবিধার্থে ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় খোলার আগে শিক্ষক,শিক্ষার্থী ও কর্মচারীদেরকে করোনা ভাইরাসের টিকা অবশ্যই গ্রহণ করতে হবে।

অন্যদিকে,করোনা ভাইরাসের কারণে এই সময়কালে গত ১১ মাস থেকে অনলাইনের মাধ্যমে যে প্রক্রিয়ায় শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাস চলেছিল তা অব্যাহত থাকবে।’

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিশ্ববিদ্যালয় খোলার আগ পর্যন্ত কোন ধরনের পরীক্ষা নেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় খোলার পর পাঠদানের ভিত্তিতেই পরীক্ষা দেওয়ার নির্দেশনা দেন তিনি।

Pin It