দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮২

zahid-malek-samakal-5e918a623db16

দেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ এ আক্রান্ত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ১৮২ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। নিজের বাসা থেকে এতে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশের সার্বিক করোনা পরিস্থিতি তুলে ধরেন।

নতুন পাঁচজনসহ দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৩৯ জনে দাঁড়ালো এবং নতুন ১৮২ জনসহ দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮০৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন জন, এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ৪২ জন।

গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষা করা হয় বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বানও জানান মন্ত্রী।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুলেটিনে যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৫১ হাজার ৫৩১ জন এবং মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ৩৩১ জন।

Pin It