দেশে ২৪ ঘন্টায় করোনায় একজন মারা গেছেন

image-55538-1661429080

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। গতকাল ৩ জন মারা গেছেন। সংক্রমণ বেড়েছে দশমিক ৪৯ শতাংশ। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

মঙ্গলবার করোনায় শনাক্তের হার ছিল ৩ দশমিক ৮৯ শতাংশ। আজ সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৩৮ শতাংশে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ২৫ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১০ হাজার ৭৪৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৮৯৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৫৮ জন। আগের দিন ৪ হাজার ২৯৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১৬৭ জন।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২২১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৮০৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২২ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৫৯৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২১০ জন। শনাক্তের হার ৪ দশমিক ৫৬ শতাংশ।

Pin It