দেশে হঠাৎ করেই উদ্বেগজনক হারে বাড়ছে নারী নির্যাতন। নারীর প্রতি এই সহিংসতার জন্য সব ক্ষেত্রেই এখন প্রতিবাদ হচ্ছে। এই বর্বরতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে সমালোচনা হচ্ছে। সে কাতারে এবার যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।
আজ বুধবার (৭ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে মাশরাফী লিখেছেন, ‘আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তাঁর দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে? তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন, মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।’
এর আগে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে জেগে উঠতে বলেছিলেন। এবার মাশরাফীও বর্বরতার বিরুদ্ধে কথা বলেছেন।
উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। জানা যায়, সেই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে ২০-২৫ দিন আগে এ ঘটনা ঘটলেও গত রোববার গৃহবধূকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এ ছাড়া সম্প্রতি সিলেট এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাও ঘটেছে।