ধানমন্ডিতে তরুণীর রহস্যজনক মৃত্যু

image-225437-1614369449

রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার পর (২০) ছয়তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় (২৬ ফেব্রুয়ারি) ধানমন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, এ ঘটনার জন্য ভবনের পঞ্চম তলার এক ভাড়াটিয়ার ছেলেকে সন্দেহ করছেন তারা।

এ বিষয়ে কলাবাগান থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান জানান, আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার একটা অভিযোগ পেয়েছি। ভিকটিম গ্রিন লাইফ হাসপাতালে আছে। সেখানে সুরতহালের কাজ চলছে, তদন্তও চলছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

শিক্ষার্থীর ফুফা জানান, আমার ভাগ্নি মালয়েশিয়ায় পড়াশোনা করত। করোনার মধ্যে সে দেশে আসে। এতদিন ধরে সে বাসায় অবস্থান করছিল। বিকেলে সে ছাদে যায়। সাড়ে ৪টার দিকে তাকে ফোন দিয়ে নিচে নামতে বলা হলে সে জানায় একটু পরে নামবো। সন্ধ্যায় জানতে পারি বিল্ডিংয়ের পেছন থেকে লোকজন তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে গিয়েছে। ডাক্তার সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমার ভাগ্নি যে বাসায় থাকে সেই বাসার পাঁচতলায় একটি পরিবারের ছেলে আছে। ছেলেটি আমার ভাগ্নিকে ডিস্টার্ব করত। বিষয়টি তার পরিবারকে জানানো হলেও তারা গুরুত্ব দেয়নি।

সর্বশেষ তথ্য অনুযায়ী সুরতহাল শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Pin It