বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সঙ্কট কাটিয়ে শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে অনুশীলনে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। গেলো দুই মাস ধরেই ব্যক্তিগত অনুশীলন করে টিম টাইগার্স। তবে এবার দলগত অনুশীলনে ফিরলো টাইগার বাহিনী। প্রথম দিন অনুশীলন করেছেন ১৬ ক্রিকেটার। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তারা। অনুশীলন শেষে সবাই যোগ দেন টিম হোটেলে। যেখানে থাকবেন ২৬ তারিখ পর্যন্ত। তবে সবাইকে অবাক করেছে টাইগারদের নতুন জার্সি।
টাইগারদের সেই কাঙ্ক্ষিত শ্রীলঙ্কা সফর নিয়ে এখনও শঙ্কা কাটেনি। তবুও প্রস্তুতিতে কোন ধরনের কমতি রাখছে না বিসিবি। তবে প্রথম দিনেই দলগত অনুশীলন দেখে সবাই হয়তো চমকে গিয়েছিলো বাংলাদেশ দলকে দেখে। কারণ বাংলাদেশ দলের জার্সিতে সেই চিরচেনা লাল-সবুজ বালাই নেই। প্র্যাকটিস জার্সিতে এ যেন অচেনা এক বাংলাদেশ। সাদা-কালোর এই জার্সি দেখে টাইগারদের সঙ্গে তুলনা করছেন ভিন্ন ভিন্ন দলের সঙ্গে। যাই হোক, দীর্ঘদিন পর অবশেষে দলীয় অনুশীলনে ফিরলেন মুশফিক-রিয়াদ-মুমিনুলরা।
গেলো দুইমাস ধরে হয়েছে ব্যক্তিগত ঐচ্ছিক অনুশীলন। তাইতো ফিটনেস ট্রেইনিংয়ে না গিয়ে ব্যাট-বল নিয়ে সরাসরি মাঠে ক্রিকেটাররা। রবিবার কেউ বল হাতে আবার কেউ ব্যাট হাতে দীর্ঘক্ষণ ঘাম ঝরিয়েছেন। গ্লাভস হাতে মুশফিককেও দেখা গেলে অনুশীলনে। ঢাকা পর্বের অনুশীলন চলবে চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত।