বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, এখন এক দফা সেটি হচ্ছে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া, জিনিসপত্রের দাম কমিয়ে ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা। নির্বাচন নিয়ে যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে তাকে মোকাবিলা করা। নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের আচরণ সীমা ছাড়িয়ে গেছে।
‘রুখো আমেরিকা, রুখো বিএনপি-জামায়াত’ স্লোগানে বরিশালের উজিরপুর মহিলা কলেজ মাঠে উপজেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেনন বলেন, যুক্তরাষ্ট্র কখনো স্যাংশন কখনো ভিসানীতি, কখনো নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে চায়। আসলে তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করে অসাংবিধানিক সরকার কায়েম করা। তাদের এই স্বপ্ন বাস্তবায়িত হবে না।
ওয়ার্কার্স পার্টি উপজেলা কমিটির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিতে এবং কমিটির সদস্য মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন পার্টির পলিটব্যুরো সদস্য ও বরিশাল জেলা কমিটির সভাপতি নজরুল হক নিলু, জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. টিপু সুলতান ও জেলা কমিটির সদস্য জহুরুল ইসলাম টুটুল প্রমুখ।