নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সাধুখালী গ্রামে এক বাড়িতে গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে একই পরিবারের আটজন দগ্ধ হয়েছেন।
তারা হলেন— আবদুস ফকির সবুর (৪৫), খন্দকার ইমরান (৪২), লিপি বেগম (৩০), মুন্নী আক্তার (১৬), সিফাত (১০), চায়না বেগম (৩৫), হুমায়ুন কবির (৪৫) ও মোরাদ মোল্যা (২৫)।
শুক্রবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নড়াইল ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান।
বাড়ির মালিক অগ্নিদগ্ধ আবদুস ফকির সবুর বলেন, শুক্রবার বাড়ির গ্যাসের চুলায় একটি নতুন সিলিন্ডার লাগানো হয়। বেলা ১২টার দিকে ম্যাচ দিয়ে চুলা জ্বালানোর সময় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ সময় মোটা বস্তা ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু কয়েক মিনিট পর বস্তা সরালে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে আটজন দগ্ধ হয়।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাফিজুর রহমান মুক্ত বলেন, আহত পাঁচজনের শরীরের ৫০ থেকে ৬০ ভাগ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আহাদুজ্জামান জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গ্যাসের সিলিন্ডারটি বাড়ির বাইরে এনে পরিস্থিতি সামাল দিয়েছে।