পঞ্চগড় সদর উপজেলায় ইজিবাইকে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৭ এ দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার দুপুর ১টার দিকে মাগুরমাড়ি চৌরাস্তা আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন উদ্ধার কাজে অংশ নেওয়া পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীদের ওপর হামলা করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে মাগুরমাড়ি চৌরাস্তা আমতলী এলাকায় বাসেরধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী ঘটনাস্থলে ও হাসপাতালে ২ জন মারা যায়।
তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
এদিকে উদ্ধার কাজে অংশ নেওয়া হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসকর্মীদের ওপর হামলা করেছে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা বিক্ষোভ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজিবি কাজ করছে।
পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার ৭ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।