পদ্মা সেতুতে রেলওয়ে গার্ডার বসানো শুরু

received-5cb9f8b6545c9

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের ভায়াডাক্টে (সেতুর গোড়া) রেলওয়ে গার্ডার বসানোর কাজ শুরু হয়েছে। শুক্রবার দুপুরে এ কাজ শুরু হয়।

জাজিরা প্রান্তে ২৬৬ মিটার রেলওয়ে গার্ডার বসানো হবে। পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

হুমায়ুন কবির জানান, রেলওয়ে গার্ডার বসবে শুধু ভায়াডাক্টে। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জে-২ ও জে-৩ পিলারে একটি গার্ডার সফলভাবে স্থাপন করা হয়েছে। এ পিলার দুটির মধ্যে শুধু রেলের জন্য আরও ৫টি আই গার্ডার বসবে।

তিনি আরও জানান, সেতুর জাজিরা প্রান্তে ভায়াডাক্টে সাতটি পিলারে আই গার্ডার বসবে। একটি পিলার থেকে আরেকটি পিলার পর্যন্ত ৬টি করে গার্ডার বসানো হবে। এই গার্ডারের ওপর পাটাতন বসিয়ে রেললাইন স্থাপন করা হবে। গার্ডার বসানো জন্য এসব পিলার প্রস্তুত আছে।

এই কর্মকর্তা জানান, আগামী ২৩ এপ্রিল পদ্মা সেতুতে আরেকটি স্প্যান বসানো হবে। সেতুর জাজিরা প্রান্তের ৩৩ ও ৩৪ নম্বর পিলারের ওপর বসানো হবে ১৫০ মিটার দীর্ঘ স্প্যানটি।

Pin It