পবিত্র আশুরা ১০ সেপ্টেম্বর

বাংলাদেশের আকাশে শনিবার সন্ধ্যায় পবিত্র মহরম মাসের চাঁদ দেখা গেছে।

asura-5d6a8a269f46f

রোববার হিজরি নববর্ষ, ১৪৪১ সালের প্রথম দিন। এ হিসেবে আগামী ১০ মহররম অর্থাৎ ১০ সেপ্টেম্বর মঙ্গলবার পবিত্র আশুরা পালিত হবে।

শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

আশারা মানে ১০। তাই ১০ মহররম আশুরা নামে পরিচিত।। হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালায় ফুরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনী রাসূল (সা.) এর প্রিয় কন্যা ফাতিমা (রা.) পুত্র ইমাম হুসাইন (রা.) কে হত্যা করে। এ কারণে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে দিনটি শোকের।

এছাড়া আরো কিছু তাৎপর্যপূর্ণ ঘটনার কারণে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ। আশুরা উপলক্ষে আগামী ১০ সেপ্টেম্বর সরকারি ছুটি।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

Pin It