পল্টনের স্কুলে শিশু নির্যাতন মামলা, আসামিরা পলাতক

1769113860-a661f2165e4177b2d37846664478ccd1

রাজধানীর পল্টনে একটি স্কুলে চার বছর বয়সী এক শিশুকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর মামলা হয়েছে। ঘটনার পর থেকে স্কুলটি বন্ধ এবং অভিযুক্ত দুই শিক্ষক পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, ভুক্তভোগী শিশুটির মা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শিশু অধিকার আইনে মামলা করেছেন। মামলায় ‘শারমিন একাডেমি’ নামে ওই স্কুলের শিক্ষক পবিত্র বড়ুয়া ও তার স্ত্রী শারমিন জামানকে আসামি করা হয়েছে।

তিনি বলেন, ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে রয়েছেন। স্কুলটিও বন্ধ পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, শিশুটি মাত্র সাত দিন আগে স্কুলটিতে ভর্তি হয়েছিল।

বুধবার (২১ জানুয়ারি) থেকে ফেসবুকে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক নারী স্কুল ইউনিফর্ম পরা শিশুটিকে টেনে-হিঁচড়ে একটি কক্ষে নিয়ে যান এবং কক্ষে ঢোকার সময়ই তাকে চড়-থাপ্পড় মারতে থাকেন।

ভিডিওতে আরও দেখা যায়, কক্ষে থাকা এক পুরুষ ব্যক্তির সামনে শিশুটিকে সোফায় বসিয়ে বারবার চড় মারেন ও ধমক দেন ওই নারী। এক পর্যায়ে ওই পুরুষ ব্যক্তি হাতে একটি স্ট্যাপলার নিয়ে শিশুটির মুখে স্ট্যাপল করার ভান করেন এবং কয়েকবার চেপে ধরেন। পরে তিনি শিশুটির গলায় ধরে সোফায় চেপে ধরেন বলেও ফুটেজে দেখা যায়।

পুলিশের তথ্যমতে, ঘটনাটি গত ১৮ জানুয়ারি দুপুর ১টার দিকে ঘটে। প্রায় ৪ মিনিট ১৩ সেকেন্ডের ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। অনেকেই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং স্কুলে শিশু পাঠানোর ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।

Pin It