পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ

ge-5c62e069ed42c

পাকিস্তানের একটি ওয়েবসাইটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাক্কারকে তলব করে প্রতিবাদ জানিয়ে তাকে একটি কূটনৈতিক পত্র দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইংয়ের মহাপরিচালক তারেক মোহাম্মদ ঢাকাস্থ পাকিস্তানের ভারপ্রাাপ্ত হাইকমিশনারকে তলব করেন। তলব করে তার কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়।

বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকরা তলবের বিষয়ে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, মিটিং ছিল তাই আসলাম। বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সম্প্রতি পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে থাকা একটি পাকিস্তানি ওয়েবসাইটে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে।

Pin It