পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিসভায় কে কে থাকছেন ?

image-707204-1692109773

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে সোমবার শপথ নিয়েছেন আনোয়ার উল হক কাকার।

দেশটির ৮ম তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসাবে শপথ নেওয়ার পরপরই নতুন মন্ত্রিসভা গঠনে উদ্যোগী হয়েছেন তিনি।

মঙ্গলবার জিইও নিউজের খবরে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠনের বিষয়ে এরই মধ্যে আলাপ-আলোচনা শুরু করেছেন প্রধানমন্ত্রী কাকার। তবে মন্ত্রিসভার আকার বড় করতে চান না পাকিস্তানের নতুন সরকারপ্রধান।

সম্ভাব্য প্রার্থীদের খুঁটিনাটি তথ্য তিনি ব্যক্তিগতভাবেই পর্যালোচনা করে দেখছেন।

সূত্র জানিয়েছে, আনোয়ার উল হক কাকার তার বন্ধুদের বলেছেন, অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা দেশের ওপর আমি আর বোঝা বাড়াতে চাই না। কাকারের বিবেচনাধীন কয়েকজন তত্ত্বাবধায়ক মন্ত্রীর নামও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

তাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব জলিল আব্বাস জিলানি, সাবেক আমলা শোয়েব সাডল, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) সাবেক সভাপতি আহসান ভুন, সাবেক সিনেটর সরফরাজ আহমেদ বুগতি এবং পুলিশের সাবেক আইজি ও খ্যাতনামা কলামিস্ট জুলফিকার আহমেদ চিমা।

অন্তর্বর্তীকালীন সরকারে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী দুররানিকে।

Pin It