‘পাকিস্তান ক্রিকেটে কেউ সৎ নয়’

image-144191-1586684281

ম্যাচ পাতানো নিয়ে পাকিস্তান ক্রিকেটাররা যেকোন দেশের চেয়ে বরাবরই একটু এগিয়ে। তাদের এমন কর্মকান্ডের জন্য অনেক প্রতিভাবান ক্রিকেটারের অকালেই ক্যারিয়ার শেষ হয়েছে। তারপরও থেমে নেই তারা। সম্প্রতি পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ স্থানীয় একটি সংবাদ মাধ্যমে বলেন ,ম্যাচ পাতানো ক্রিকেটারদের ফাঁসি হওয়া উচিত। তার এ বক্তব্যের পর থেকেই শুরু হয় বিতর্ক। এবার মুখ খুলেছেন ম্যাচ পাতানোর জন্য শাস্তি পাওয়া পাকিস্তানের সাবেক ওপেনার সালমান বাট। তিনি বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটে কেউ সৎ নয়’।

তিনি আরো বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন এই ইস্যু নিয়ে কথা বলতে হবে এবং এ নিয়ে কারো মতামত দিতে হবে, কারণ এর কোনো মানে নেই। মূলকথা হলো, আইসিসি এবং পিসিবি যেহেতু এসব আইন তৈরি করে, তাই তাদেরকেই এসব নিয়ে কথা বলা উচিত। ব্যক্তিগতভাবে কেউ তো আইন তৈরি করে না। তবে তারা কেন এই ইস্যুতে কথা বলবে?’

এরপর পাকিস্তানের খেলোয়াড়দের সততা নিয়েও প্রশ্ন তুলেছেন বাট। তিনি বলেন, ‘আমি অনেক খেলোয়াড়ের কথা জানি যারা বোর্ডের সাথে ও নির্বাচকদের সাথে ভালো সম্পর্ক গড়ে দলে সুযোগ পেয়েছে। এমন অনেকেই আছে যারা আহামরি পারফরম্যান্স না করতে পারলেও বারবার দলে ডাক পেয়েছে। তবে কি এগুলো দুর্নীতি নয়?’

দু’টি প্রশ্ন যাদের জন্যই বাট ছুঁড়ে দেন না কেন, নিজেই ঐ দু’টি প্রশ্নের উত্তর আকার-ইঙ্গিতে দিয়েছেন বাট। তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটে সততা নিয়ে কথাই বলা উচিত নয়। কারণ পাকিস্তান ক্রিকেটে কেউই সৎ নয়’।

Pin It