পাহাড় ধসে প্রাণ গেল ২ রোহিঙ্গা শিশুর

কক্সবাজারের উখিয়ায় খেলার সময় পাহাড়ের একটি অংশ বিশেষ ধসে পড়ে দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।

rohinga-1-2-5cd6fa21713de

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের এইচ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- শরণার্থী শিবিরটির মোহাম্মদ আবদুস শুক্কুরের ছেলে মো. ইসমাইল (৫), ছদরুল আমিনের ছেলে মোহাম্মদ রায়হান (৬)।

প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মী সূত্র জানায়, পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া খেলার মাঠে পাহাড় ঘেষে খেলা করছিল কয়েকজন রোহিঙ্গা শিশু। হঠাৎ করে পাহাড়ের একটি অংশ ধসে পড়লে মাটির নিচে চাপা পড়ে এ দুই শিশু।

স্থানীয় রোহিঙ্গারা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করতে চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি উদ্ধার কর্মীর দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই শিশুকে মৃত অবস্থায় মাটির নিচ থেকে উদ্ধার করেন।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদুল হক বলেন, স্থানীয় রোহিঙ্গাদের সহযোগিতায় মাটি নিচ থেকে দুই রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

উখিয়ার থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, দুই শিশুর মৃতদেহ উদ্ধার করার পর এখন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Pin It